গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-বঙ্গবন্ধু রেললাইনে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন হয়ে কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই দিকে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
বিকল ইঞ্জিন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কারচুপি ও ষড়যন্ত্রের স্বাক্ষী হয়ে থাকার দল ছাত্রদল নয়-প্রিন্স
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন