সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টায় কালাইরাগ সীমান্ত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত লুকেশ রায় (৩৬) উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিঞ্চু রায়ের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,খবর পেয়ে বিকাল ৫টায় উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লুকেশ রায়ের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। লুকেশের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, গতকাল শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে গতকাল গুলিবিদ্ধ আহত অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল ১১টার দিকে কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশ থেকে কয়েকজন ভারতীয় নাগরিক গুলি ছুঁড়লে দেব কন্দের ছেলে শৈলেন কন্দ আহত হন। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল
বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: মির্জা ফখরুল
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা