January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 7:14 pm

চট্টগ্রামে বন্দরে সার্ভিস জেটির উদ্বোধন

দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে সার্ভিস জেটি উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই সার্ভিস জেটি উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির চলমান আধুনিকায়ন কর্মকাণ্ডে অংশ হিসেবে বন্দরের নিজস্ব অর্থায়নে ৮৮ কোটি টাকা ব্যয়ে বন্দরের আধুনিক প্রযুক্তির ব্যবহারে সার্ভিস জেটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এই সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে সার্ভিস জেটি সম্পর্কে ব্যাখ্যা করেন চট্টগ্রাম বন্দরের প্রকৌশলী মিজানুর রহমান।

—ইউএনবি