অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। রায়হান রাফির নতুন এ প্রজেক্টের নাম ‘টান’। রোববার (২রা জানুয়ারী) ঢাকাতে শুরু হয়েছে এর কাজ। বিষয়টি নিয়ে সিয়ামবলেন, ‘এটাই আমার বছরের নতুন ছবির কাজ। খুবই ব্যস্ত একটা বছর আশা করছি। সে অনুযায়ী প্রথম কাজ শুরু করলাম।’ শুটিং স্পট থেকে রায়হান রাফি জানালেন রোমান্টিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘টান’। বললেন, ‘এটার গল্পটা যে কেমন, তা বলে বোঝানো যাবে না। যেহেতু নামটা টান, তাই রোমান্টিক বলা যায়। তবে এর কাহিনিটা একেবারে ভিন্ন ঠেকবে দর্শকের কাছে।’ আপাতত টানা কয়েক দিন চলবে ছবিটির কাজ। এদিকে, আগামী ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের নতুন ছবি ‘শান’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম। চলচ্চিত্রটি ঘিরে ইতোমধ্যে ভালো আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, সম্প্রতি আমেরিকা ঘুরে এসেছেন বুবলী। ‘টান’ দিয়ে নতুন বছর শুরু করছেন এই নায়িকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো শাকিবের বাইরে অন্য নায়কের ছবি দিয়ে বছর শুরু করছেন এ তারকা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত