অনলাইন ডেস্ক :
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ কাজ করে যাচ্ছি আমরা।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।
আরও পড়ুন
শ্রীমঙ্গলে চা বাগানে গাছের সঙ্গে বাঁধা কলেজ ছাত্রের লাশ
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের