অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ৪৮ হাজার ৭৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৫৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২৭ হাজার ৭২৬ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ২৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২৩ লাখ পাঁচ হাজার ৭৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮১ হাজার ৮৯৩ জনে।
আরও পড়ুন
কমলালেবুর খোসা খেলে শরীরে যা ঘটে
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০