জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও বর্তমান উপজেলা আওমীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য উমর আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গত মঙ্গলবার বিকেলে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আওয়ামীলীগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ছয় সন্তান,নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (৫ জানুয়ারী) সকালে তার জানাজা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক গভীর প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা উমর আলী আর নেই

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন