কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহার মিয়া (৫০) ও তার শাশুড়ি।
লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করা হবে।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী