বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী গভীর জঙ্গল থেকে শুক্রবার চার রোহিঙ্গা সন্দেহভাজন ‘সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নুর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও মো. খায়রুল আমিন (১৯)।
র্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের উদ্দেশ্যে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন জঙ্গলের রাবার বাগানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে র্যাব-১৫ ওই এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে লাকড়ির বোঝা নিতে দেখে র্যাব। এ সময় পালানোর চেষ্টা করার সময় দলটির চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, একটি স্টেনগান, পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন