রাজধানীর গুলিস্তান এলাকার কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইয়াছিন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোহাম্মদ শাজাহান শিকদার জানান, ভোর পৌনে ৫টায় দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সকালে একটি দোকান থেকে ইয়াছিনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৭০-৮০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন