অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৯ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন পাঁচ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১৯ লাখ ১৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭৫ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে ৫ হাজার ১১৬ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৪ লাখ ৮৪ হাজার ৭২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ৮১৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৩৭ হাজার ২৬২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৬৫৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২৩ লাখ ২৮ হাজার ২৫২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি ২২ লাখ ৯১ হাজার ৮৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ নয় হাজার ৪১ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৫৩ লাখ ৬৮ হাজার ৩৭২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৩ হাজার ৭৯০ জনে।

আরও পড়ুন
৬ মাসেরও বেশি সময় ধরে ওসমান হাদি হত্যার পরিকল্পনা, ধারণা তদন্তকারী সংস্থার
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড