অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরু থেকেই চালকের আসনে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দাপট ধরে রাখে ব্ল্যাকক্যাপসরা। এতে আরো একটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট মূল মাঠ থেকে আলাদা করা কঠিন। এমন ঘাসে সাধারণত বাড়তি সুবিধা পান পেসাররা। টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের হয়েই। তবে সকালের ফায়দা নিতে পারেননি তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। তৃতীয় সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ করেছে ৩৩২ রান। কিউই দলপতি লাথাম ১৭৬ এবং ডেভন কনওয়ে ৯৪ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্যটি এসেছে পেসার শরিফুল ইসলামের হাত ধরে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৩২/১ (৮৬ ওভার)
লাথাম ১৭৬*, ইয়ং ৫৪, কনওয়ে ৯৪*; শরিফুল ১/৪৩
আরও পড়ুন
দুই ক্যারিবিয়ান তারকাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স
পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা