অনলাইন ডেস্ক :
খবরের শিরোনামে চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনা। তবে এবার কোনো তর্ক-বিতর্ক নয়। নিজের মা হওয়ার খবর জানালেন তিনি।
সোমবার পরীমণি মা হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
অভিনেত্রীর সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার শুটিংয়ে বন্ধুত্ব হয় দুই তারকার। এরপর প্রেম এবং গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়েতে দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন বলে জানান শরীফুল রাজ।
মা হওয়ার খবর পেয়ে বেশ উচ্ছ্বসিতে পরীমণি। তার ফেসবুক পেজে রাজের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে আছেন পরী। পেছনে দাঁড়িয়ে আছেন রাজ। ক্যাপশনে নিজেকে মা হওয়ার শুভেচ্ছা ও বরের জন্য ভালোবাসা প্রকাশ করেছেন।
মা হওয়ার আনন্দ জানাতে গিয়ে পরীমণি লেখেন, ‘কিছু একটা অনুভব করছিলাম বেশ কয়েকদিন। তাই আজ ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর গিয়ে যখন খবরটা শুনলাম রাজ আমাকে ধরে কেঁদে দিল। আমরা জীবনের সেরা উপহারটা পেলাম।’
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত