চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক লাখ এক হাজার ২০০ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২