Wednesday, January 12th, 2022, 7:48 pm

লুৎফর-শুক্লার ‘তোমার সঙ্গে থাকি’

অনলাইন ডেস্ক :

‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান ও কণ্ঠশিল্পী শাকিলা শুক্লার দ্বৈত কণ্ঠে আসছে নতুন গান ‘তোমার সঙ্গে থাকি’। ‘তোমার কথা পড়ছে মনে গ্রহণলাগা চাঁদে, তোমার কথা নিচ্ছি মেনে তুমুল নির্বিবাদে’ এ রকম কথায় সাজানো গানটি কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন শাকিলা শুক্লা। গেয়েছেন তাঁরা দুজনেই। লুৎফর হাসান বলেন, ‘সামনে ফাল্গুন। আগেভাগেই একটা ভালোবাসার গান করে নিলাম।’ ‘তোমার সঙ্গে থাকি’ শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ পাবে লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।