সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
এই সময় তাদের কাছ থেকে তারা মার্কা লকেটযুক্ত স্বর্ণের চেইন উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার ওজন ১৪ আনা চার রতি যার মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা।
আটকরা হলেন, লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তাদের সবার বাড়ি সিলেটের হবিগঞ্জ উপজেলায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ও টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন