January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 8:26 pm

সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর আখালিয়াস্হ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হাশেম এর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুরুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মন গ্লোবাল এর হেড অব মার্কেটিং সেলিম আল রাজী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শারমিন আফরোজ, সৈয়দা মাহফুজা কাওছার, কলেজ উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রভাষক শামসুদ্দোহা, মাহমুদ বিন আব্দুল্লাহ, জুয়েল আহমদ জাহিদ,খুররম আজাদ,নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শামীম,রোকেয়া বেগম,সাবেক প্রভাষক ব্যাংক কর্মকর্তা মোঃ ইমাদ উদ্দীন, প্রতিমা বালা দেবী,সহকারী শিক্ষক নাসিমা বেগম,রুমানা আক্তার রাশেদা আক্তার, রওশন আরা,অনামিকা, শিল্পী দাস প্রমুখ। সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ আয়োজিত পিঠা উৎসবে ৮ টি ষ্টলে প্রায় অর্ধ শতাধিক রকমের পিঠা পরিবেশন করা হয়। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।