December 31, 2025
Thursday, January 13th, 2022, 9:10 pm

শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এ টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে জানান। টেলিফোন আলাপে দুই প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আলাপকালে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।