সিলেটের ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশু মাইশা ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, ওইদিন বিকালে মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলা করছিল। এই সময় দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে যায়। মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু মাইশাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
‘মব’ তৈরি করে মারধর, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতার পদ স্থগিত