অনলাইন ডেস্ক :
‘নূর’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা; প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি লুক নিয়ে সিনেমার গল্প সম্পর্কে ধারণা নিচ্ছেন। তবে আরিফিন শুভ বলছেন- দর্শকের এসব ধারণা বদলে যাবে সিনেমা মুক্তি পেলেই। আরিফিন শুভ বলেন, ‘অনেকেই পোস্টার দেখে নানা ধরনের মন্তব্য করছেন। গল্প সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধারণা করছেন। তবে এটুকুই বলতে পারি, সিনেমা মুক্তি পেলে সব ধারণা পাল্টে যাবে।’ সিনেমা প্রসঙ্গে শুভ আরো বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি, এমন চরিত্রে দর্শকরা আমাকে আগে কখনো দেখেননি।’ গেল বছরের সেপ্টেম্বরে পাবনা সদরে ‘নূর’ সিনেমার দৃশ্য ধারণ শুরু করা হয়। সেটি শেষ হয় নভেম্বর মাসে। এই সিনেমার লুকের জন্য গেল বছরের নভেম্বর মাস থেকে নিজের চুল কাউকে দেখাচ্ছেন না এই নায়ক। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করেছেন ‘নূর’ সিনেমাটি। সিনেমাটির নির্বাহী প্রযোজকও নায়ক শুভ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত