January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 14th, 2022, 6:03 pm

ক্ষোভ প্রকাশ করলেন ন্যান্সি

অনলাইন ডেস্ক :

কণ্ঠশিল্পী ন্যান্সি মা হতে যাচ্ছেন। সংবাদমাধ্যমে বৃহস্পতিবার খবর প্রকাশিত হয়। এই খবরের সত্যতা নিশ্চিত করে এদিন রাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। মা হওয়ার খবরের সত্যতা নিয়ে লিখলেও কয়েকটি অনলাইন পোর্টালের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। কেননা ওই অনলাইন পোর্টালে অনাগত সন্তানের নাম অনুমান করে দিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে ন্যান্সি বলেন, আমার স্বামী মহসিন মেহেদী এবং আমি নাজমুন মুনিরা। আমাদের দুজনের নামের সংক্ষিপ্ত রূপ মেহেনাজ। আমাদের এত দিনে মিডিয়া জগতের সিংহ ভাগ মানুষ মেহেনাজ নামেই চেনে। ‘মেহেনাজ’ নামটি কী করে আজ আমার অনাগত সন্তানের নাম হয়ে গেল, সেটা বুঝলাম না! আবার অনেকে নিজ বুদ্ধিতে ধরে নিচ্ছেন আমি কন্যাসন্তানের মা হব বলে নাম রেখেছি মেহেনাজ! আমাদের বিয়ের বয়স পাঁচ মাস চলছে। সব ঠিকঠাক থাকলে রিপোর্ট অনুযায়ী আমার গর্ভের সন্তানের জন্মের সময় দেখাচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে। গর্ভধারণের শুরুতে কী করে জানব কাক্সিক্ষত সন্তানটি ছেলে কিংবা মেয়ে! ন্যান্সি বলেন, অনেকে নিজ দায়িত্বে আমার বক্তব্য মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। আমার বক্তব্য এমন – ‘আমি খুবই আনন্দিত। পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক জটিলতা হয়েছে। আমি ভাবতেই পারিনি আর কখনো মা হব! এই কণ্ঠশিল্পী বলেন, আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যাই। আমি এখন পর্যন্ত কোনো সাংবাদিকের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলিনি। তাহলে আমার এ বক্তব্য কি আমার প্রেতাত্মা এসে জানিয়েছে! সন্তান জন্ম দেওয়া- হোক সেটা প্রথম কিংবা পঞ্চম; প্রতিবারই তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে একজন মাকে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। নতুন আমার এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি। এ অপেক্ষা মধুর। বিকৃত রুচির নারী-পুরুষের জন্য আনন্দ নষ্ট করবেন না জানিয়ে ন্যান্সি লেখেন, ‘অনেক অযাচিত লোকের আমার জীবনের সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানি! গালিগালাজ করার জন্য ইতিমধ্যেই জিহ্বাতে ধার দিয়ে রেখেছেন! বিশ্বাস করেন, আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো বিকৃত রুচির নারী-পুরুষের জন্য মেহেনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দেবে না।’