বেনাপোল বন্দরে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে এক ভারতীয় ট্রাক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বন্দরের ৩১ নম্বর শেডের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে বিস্ফোরক বোঝাই ট্রাকের কেবিন থেকে ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত লিনগালা রাজামাল্লাহ (৪৩) নামে ভারতের অন্ধ্রপ্রদেশের দানামপল্লী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ট্রাকের চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে একটি ট্রাকের হেলপার লিনগালা রাজামাল্লাহ। ট্রাকের কেবিনে কিভাবে তার গলায় ফাঁস দেয়া হলো তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না, এটি হত্যা না আত্মহত্যা।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত