অনলাইন ডেস্ক :
ভারতে গত ২৪ ঘন্টায় আরো ৬৭ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।
ভারতে করোনায় নতুন করে মারা গেছে দুই হাজার ৩৩০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে আট লাখ ২৬ হাজার ৭৪০ জন যা মোট সংক্রমণের ২.৭৮ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৩ শতাংশ।
দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ। গত ১০ দিন ধরেই সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
আরও পড়ুন
আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে, প্রত্যাশা ট্রাম্পের
মাসব্যাপী গণসংযোগ ও ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক জাগপা’র
দুদকের মামলায় আরও এক প্রতারক গ্রেফতার