অনলাইন ডেস্ক :
বিশ্বরঙ ২৬ বছরের পথ চলায় অনেক নতুন মডেল উপহার দিয়েছে। তাদের আয়োজনে ‘২০-২০ কালারস্’ এবং ‘শারদ সাজে বিশ্ব রঙ এর দিদি’ প্লাটফর্ম থেকে বিজয়ী হয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় বসন্তকে সামনে রেখে দেশীয় ফ্যাশনঘর বিশ্বরঙ আয়োজন করেছে ‘বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগিতা। দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন। সদ্য তোলা ফোর আর চার কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আপনি কি ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী’ হতে চান স্লোগান নিয়ে চলা আয়োজনে অংশ নিতে ফরম জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা জানান, ‘দেশে নতুন মডেল নিয়ে আসার প্লাটফর্ম হিসেবে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি আমরা। সেই ধারাবাহিকতারই একটি আয়োজন এই সুন্দরী প্রতিযোগিতা। আশা করছি অনেক মেধাবীরা উঠে আসবেন এখান থেকে।’ তিনি আরও জানান, এ প্রতিযোগিতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্বরা। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক অফিসিয়াল পাতায়।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল