রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব জেলায় শীত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
—ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক