যাত্রাবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন (৩৮)ও তার স্বামী রিয়াজুল (৪৮)। এসময় আহত হয়েছে শারমিনের মেয়ে মিষ্টি (১১) ও অটোরিকশা চালক।
নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ জানান, তার মা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি। মাকে দেখতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি তাদের এক সন্তান নিয়ে ভোরে সদরঘাট নেমে আমার বাসায় মাতুয়াইলে আসার পথে যাত্রাবাড়ী সড়কে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে।
আহত শিশু মিষ্টি চিকিৎসাধীন বলে জানা গেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন
পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, শর্টগান,বিপুল পরিমাণ ইয়াবা ও গুলিসহ চার জন গ্রেফতার