Friday, January 21st, 2022, 8:03 pm

বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেন থেকে এবার ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। গতকাল শুক্রবার নারী এককের তৃতীয় রাউন্ডে মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভার কাছে হেরে যান জাপানি সুন্দরী। মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৪-৬, ৬-৩, ৭-৬ (১০-৫) ব্যবধানে পরাজিত হয়েছেন ২৪ বছর বয়সী ওসাকা। অন্যদিকে, এই জয়ের ফলে চতুর্থ রাউন্ড বা শীর্ষ ষোলোতে পৌঁছে গেলো ২০ বছরের মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভা। এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানু। তিনি র‌্যাংকিংয়ে ৯৮তম স্থানে থাকা মন্টিনিগ্রিন তারকা ডাঙ্কা কোভিনিকের কাছে হেরে যান।