অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ এবং মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৯ হাজার ১৯৭ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৩ হাজার ১৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ২৮৮ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৬২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ৮৯৬ জনে।
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
ফ্রান্সের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্যারিসে বিক্ষোভ
বেনাপোলে কাঁচামরিচের ট্রাকে পিস্তল-৯৩ রাউন্ড গুলি, দুই ভারতীয় গ্রেপ্তার