টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোররাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা- ভূঞাপুর সড়কের যদুরপাড়াতে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ভুঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভোরে এলেঙ্গা- ভূঞাপুর সড়কের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ২৫ যাত্রী বাসের ভেতর আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। তাদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বাকি আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন
সাকিবুল হত্যার বিচার চেয়ে ফার্মগেট অবরোধ, বাস ভাঙচুর
গণভোট প্রচারণায় হালুয়াঘাটে ইমামদের নিয়ে সমাবেশ