অনলাইন ডেস্ক :
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে ১৭ তলা ভবনের ১৩ তলার ডি ব্লকে এই আগুন লাগে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৬টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়েন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে ১৭ তলা ভবনের ১৩ তলার ডি ব্লকে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন