ঢাকার মগবাজার ওয়্যারলেস গেটে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম- পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে রেললাইনে বসে থাকা অবস্থায় ট্রেনটি তাকে ধাক্কা দেয়, এতে সে আহত হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, তাকে প্রথমে কমিউনিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে