January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 27th, 2022, 7:33 pm

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে পরীমনি

নিজস্ব প্রতিবেদক:

অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের শুটিংয়ে গাজীপুরে ছিলেন পরীমনি। শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়লে পরীমনিকে দ্রুত ঢাকার হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। জানা গেছে, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল ছবিটির। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন অভিনেত্রী। তবে বুধবার সকাল শুরুর আগেই পরীমনির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেখা দেয় করোনার উপসর্গ। অরণ্য আনোয়ার বলেন, ‘এখানেই যে পরীমনি অসুস্থ হয়েছে এমনটা না-ও হতে পারে। হয়তো অসুস্থ হয়েও আসতে পারে। যেটা পরীমনি জানতেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ¦র কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরো অবনতি হয়। দ্রুত সময়ের মধ্যে পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় অভিনেত্রীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। এদিকে শুটিং প্যাকআপ করে আমরা এখন ঢাকায় ফিরছি। ‘ ১৭ অক্টোবর গোপনে পরীমনি ও শরিফুল রাজের বিয়ে হয়। এ মাসের শুরুতে একই সঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। এরপরই দেড় বছর ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানান পরী। পরে অবশ্য জানিয়েছেন, হাতে থাকা ‘মা’ ছবির শুটিং শেষ করেই মাতৃত্বকালীন বিরতিতে যাবেন তিনি। মঙ্গলবার সে কথা রাখতেই গাজীপুর গিয়েছিলেন পরী।