অনলাইন ডেস্ক :
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য দেশটির কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। কেবল এই সিরিজের জন্যই ৩৮ বছর বয়সী এই তারকাকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘মালিঙ্গা সংক্ষিপ্ত মেয়াদে বিশেষ কোচের ভূমিকায় থাকবে। তিনি ট্যাকটিকেল ও টেকনিকেল পরামর্শ দিয়ে শ্রীলঙ্কার বোলারদের কৌশলগত পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহায়তা করবেন। মালিঙ্গার বিপুল অভিজ্ঞতা ও বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বল করতে পারার দক্ষতা এ সিরিজে দলকে অনেক সাহায্য করবে। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট আত্মবিশ্বাসী।’ মোট ২০ দিনের জন্য নিয়োগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা। এক ফেব্রুয়ারি তার দায়িত্ব শুরু হবে।
আরও পড়ুন
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
নারী ফুটবলারদের পাশে দাঁড়ান, তাঁরা নিজেরাই জেতেন না, জেতান দেশকে
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন