January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 27th, 2022, 8:36 pm

বিজয়নগরে মাদক সহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৬ জানুয়ারী) ভোর ৫ টা ৩০ মিনিটে র‌্যাবের আভিধানিক দল উপজেলার হরষপুর ইউপির পাঁচগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে,
গ্রেফতারকৃতরা হলেন,মাদক ব্যবসায়ী ১। আবু ছালেক(২৪), পিতা-আবু তাহের, সাং-খাটিংগা, ২। শফিকুল(২৪), পিতা-আব্দুল রউফ, সাং-খাটিংগা, ৩। মোঃ সোহেল মিয়া(২৩), পিতা-আব্দুল হক, সাং-বুটাং বাড়ী, সর্ব থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এসময় ধৃত আসামীদের দখলে থাকা ৫০ কেজি গাঁজা, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজয় নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।