অনলাইন ডেস্ক :
পদ্মার ওপারের নায়িকা পার্নো মিত্র এখন বাংলাদেশের নওগাঁয়। খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন ‘বিলডাকিনী’ সিনেমায়। এটি বাংলাদেশে তাঁর দ্বিতীয় সিনেমা; এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় দেখা মিলেছিল তাঁর। বাংলাদেশে কাজের ব্যাপারে আগ্রহ আছে এই অভিনেত্রীর, তবে সেটা গল্প ও চরিত্র মনমতো হলে। বাংলাদেশে কাজের ব্যাপারে তেমনটি জানিয়েছেনও পার্নো। অভিনেত্রীর ভাষ্যে সেটা এমন, ‘আমি কখনওই পরিচালক বা সহশিল্পী দেখে কাজ করি না। গল্প ও চরিত্রটাই মুখ্য। তা ছাড়া এখানে (বাংলাদেশে) আমি ঠিকঠাক সবাইকে চিনিও না।’ পার্নো জানান, ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে ভালো বন্ধুত্ব। সেই ঘনিষ্ঠতার রসায়ন পর্দায় দেখানোর আগ্রহও ব্যক্ত করেছেন। পার্নো বলেছেন, ‘মাঝে আমার সঙ্গে আরিফিন শুভর একটা সিনেমা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। কিন্তু আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। আমি খুব আশাবাদী, আরিফিন শুভর সঙ্গে আমার একটা কাজ হবে।’ কয়েক দিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পার্নো মিত্র বলেছিলেন, এর আগে শুটিংয়ে বাংলাদেশে এলেও সেভাবে ঘুরে দেখা হয়নি তাঁর। সুযোগ মিললে ঘুরে দেখতে চান। তবে শুটে আসার সময় অনেক খেজুর গাছ দেখেছেন। জানালেন, ‘এখানকার লোক পাটালি, ঝোলাগুড় অনেক ভালো বানায় শুনি। সুযোগ হলে যাওয়ার সময় গুড় নিয়ে যেতে চাই।’ ১২ জানুয়ারি থেকে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে সরকারি অনুদান পাওয়া ‘বিলডাকিনী’ সিনেমার শুট শুরু করেছেন পরিচালক ফজলুল কবীর তুহিন। পার্নো মিত্র যোগ দিয়েছেন ১৮ জানুয়ারি থেকে। আরও দুদিন সেখানে শুট চলবে। কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের একই নামের উপন্যাস অবলম্বনে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনী’। আঁধারকবলিত এক জনপদের গল্প। এক নারী যৌননির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করে সমাজে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প নিয়ে সিনেমাটি এগিয়ে যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল