অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৬ লাখ ৪৮ হাজার ৬১১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৫২৯ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮২ হাজার ২৭৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৬ হাজার ১৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫ কোটি ৫০ হাজার ৬০১ জন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ছয় লাখ ২২ হাজার ৭০৯ জন এবং মারা গেছে চার লাখ ৯২ হাজার ৩২৭ জন।
আরও পড়ুন
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প