December 31, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 9:01 pm

শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় এড়াতে স্কুল খোলা রাখুন: ইউনিসেফ

শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় এড়াতে বিশ্বের সব সরকারের প্রতি স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ আহ্বান জানায়।
সংস্থাটি বলছে, ‘বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ অব্যাহত রয়েছে। আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, এটি শিশুদের শিক্ষা যেন আর ব্যাহত করতে না পারে সে জন্য তাদের ক্ষমতায় যা আছে সব করার।’
‘শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় এড়াতে এবং শিশুদের শেখার পথে ফিরিয়ে আনতে ইউনিসেফ স্কুল খোলা রাখার সুপারিশ করে।’
জাতিসংঘের সংস্থাটি বলছে, ‘স্কুল খোলা রাখুন। আংশিক বা সম্পূর্ণ স্কুল বন্ধ রাখায় আনুমানিক ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি প্রশমন ব্যবস্থা স্কুল খোলা রাখতে সহায়তা করে। আমরা এও জানি, ডিজিটাল সংযুক্ততায় বিনিয়োগ কোনো শিশু যেন বাদ না পড়ে তা নিশ্চিতে আমাদের সহযোগিতা করতে পারে।’
‘প্রত্যেক শিশুকে স্কুলে ফিরে আসায় সক্ষম করতে আমাদের সাহসী পদক্ষেপের প্রয়োজন। এর মধ্যে রয়েছে- প্রতিটি সম্প্রদায়ের প্রান্তিক শিশুদের প্রতি বিশেষ নজরসসহ ব্যাপক সহায়তা প্রদান। যেমন অতিরিক্ত ক্লাস নেয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, নিরাপত্তা ও অন্যান্য প্রধান সেবা।’
এছাড়া স্কুলের শিক্ষক, কর্মচারীদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের সংস্থাটি। সংস্থাটি বলছে, ‘সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী ও উচ্চ-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকা দেয়া হলে শিক্ষক ও স্কুলকর্মীদের সম্পূর্ণরূপে করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত।’

—ইউএনবি