অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর। সর্বশেষ টানা দুইবারের সভাপতি তিনি। তবে এবার পর্দার মতো বাস্তবেও নায়কের কাছে হেরে যেতে হয়েছে ভিলেনকে। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন মিশা সওদাগর। নির্বাচনের শুরু থেকেই মিশা সওদাগরের বিনয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মোহিত করে। প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তার বিভিন্ন বক্তব্য প্রশংসিত হয়। এমনকি ভোটের পরেও তিনি জয়ী প্রার্থীদের সবার আগে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অভিনন্দন জানিয়ে তিনি ফেইসবুকে একটি আলোকচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যায় মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মিশা গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ইলিয়াস কাঞ্চনকে। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তাদের প্রদত্ত ভোটেই নতুন নেতৃত্ব এসেছে সংগঠনটিতে। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল