গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী অভিবাসন প্রত্যাশী সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের দুই সদস্যের প্রতিনিধি দল ইতালি পুলিশের উপস্থিতিতে নিহতদের সঙ্গে থাকা অন্যান্যদের সঙ্গে কথা বলে নিহতদের পরিচয় শনাক্ত করেন।
জিজ্ঞাসাবাদে উদ্ধাকৃতদের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- মাদারীপুর জেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, রতন/ জয় তালুকদার, জেলার ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, জেলার বাপ্পী, সুনামগঞ্জ জেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা আরও জানিয়েছেন, একজন ছাড়া বাকি সকলেরই পরিচিত লোক উদ্ধারকৃতদের মধ্যে আছেন। ইতোমধ্যে নিহতদের পরিবার সংবাদ পেয়েছে।
মৃতদের পরিচয় শনাক্ত করার স্বার্থে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালির নিম্নোক্ত ইমেইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে Welfare.rome@gmail.com।
—ইউএনবি
আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০