অনলাইন ডেস্ক :
করোনার তৃতীয় ধাপে আক্রান্ত হচ্ছেন বলিউডের একের পর এক তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেত্রী নিজেই সেই খবর দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে মেয়ে নিশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের, ছবির ক্যাপশনে কাজল জানিয়েছেন, নিজের ছবি পোস্ট করতে পারছেন না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ অভিনেত্রী জানান সে কারণও, সর্দি সামলাতে ভীষণ হিমশিম খাচ্ছেন, সে কারণেই নিজের ছবি দিচ্ছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মেয়েকে ভীষণ মিস করছেন।কাজল শুটিং করছিলেন ‘দ্য লাস্ট হুরাহ’ ছবির শুটিং। করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং করছেন না। মেয়ে নিশা পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। স্বামী অজয় দেবগণও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে কাজলের পোস্টে মন্তব্য করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সবাই দ্রুত তাঁর স্স্থুতা কামনা করেছেন। মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি লিখেছেন, ছবিতে নিশাকে অপরূপ সুন্দর লাগছে।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল