বাসস :
জাতিসংঘ সাধারণ পরিষদ মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে। আর এটি সংঘাতপূর্ণ দেশটির সামরিক জান্তা সরকারকে নিন্দা জানিয়ে গ্রহণ করা বাধ্যবাধকতা না থাকা একটি প্রস্তাবের অংশ। খবর এএফপি’র।
জাতিসংঘের সদস্যভূক্ত ১১৯ টি দেশের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীনসহ ৩৬ টি দেশ এ বিষয়ে ভোটদানে বিরত থাকে। এদিকে কেবলমাত্র একটি দেশ বেলারুশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশের পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক আলোচনার দিনই এ ভোটাভুটি হয়। মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি দেশটির বেসামরিক নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যূত করে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে