অনলাইন ডেস্ক :
ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামার নাইরা ও বাদগামে পৃথক দুই বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মুহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি। গত শনিবার রাতে এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ দুটি হয়েছে পুলওয়ামা ও বুদগামে জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময়। এক টুইট বার্তায় এ অভিযানকে ‘বড় সাফল্য’ ঘোষণা করেছে পুলিশ। টুইটে কাশ্মীর পুলিশ লিখেছে, গত ১২ ঘণ্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গেছে। নিহতদের মধ্যে জইশ-ই-মুহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে। এটা আমাদের কাছে বড় সাফল্য। প্রসঙ্গত, লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ ওয়ানি। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। ওই ঘটনার পর থেকে জাহিদকে খুঁজছিল ভারতের পুলিশ। সংঘর্ষে নিহত জঙ্গির পাশ থেকে একটি রাইফেল উদ্ধার করার কথা বলেছে পুলিশ। কাশ্মীরের পুলিশ প্রধান বলেছেন, মাসখানেকের মধ্যে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এটাই তাদের বড় সাফল্য। এর আগে গত ডিসেম্বরে কাশ্মীর উপত্যকায় দশটির বেশি সংঘর্ষে ২২ জন জঙ্গি নিহত হয়েছিল।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের