জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেছে ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি।
৩০ জানুয়ারি রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রনজিত কুমার দাশ ২০২২ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলমকে সমিতির দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া নবনির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে শিক্ষক সমিতির মাধ্যমে তা প্রতিকার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিকৃবি শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

আরও পড়ুন
‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচিতে খামারবাড়ির সব ফটকে তালা
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
খুবিতে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষারমধ্য দিয়ে শেষ হলো দু’দিনব্যাপী ভর্তিযুদ্ধ