জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা উপজেলায় দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন কর্তৃক মৃত এক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাউথ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীর আলম নামে ওই প্রবাসী। তার বাড়ী দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে।
জাহাঙ্গীরের মৃৃত্যুর পর তার পারিবার আর্থিক সঙ্কটে পড়ে। তার ছোট দুই সন্তানের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। জাহাঙ্গীরের পারিবারিক অবস্থা বিবেচনা করে দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে ফাউন্ডেশন বরাবরে একটি আবেদন করা হয়। সে আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেলে দাগনভূঞা অফিসার্স ক্লাবে জাহাঙ্গীরের পরিবারের হাতে ১ লক্ষ ২২ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার পৌর মেয়র ওমর ফারুক খাঁন ও পৌর কান্সিলর (৫ নং ওয়ার্ড) একরামুল হক।
দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার