January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 7:19 pm

মাছেদের নিয়ে কার্টুন সিরিজ ‘বাবল গাপিস’

অনলাইন ডেস্ক :

দুরন্ত টিভিতে শুরু হয়েছে গাপিস মাছেদের নিয়ে কার্টুন সিরিজ ‘বাবল গাপিস’। রোববার প্রচারিত হলো সিরিজটির প্রথশ পর্ব। প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে, এমনটাই জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। মলি, গিল, গবি, ডিমা, উনা, ননিÑছয়টি গাপিস মাছের লেজওয়ালা শিশুদের নিয়ে এই কার্টুন সিরিজের গল্প। ৬ টি মাছই একে অপরের বন্ধু। সবার বয়স ৭ বছরের মধ্যে। পানির নিচে এদের বসবাস। প্রতিদিনই তারা নতুন নতুন বিষয় আবিষ্কার করে এবং তা থেকে শিক্ষা নেয়। তাদের প্রিয় শিক্ষক মি. গ্রুপার। তিনি শিশু গাপিসদের কল্পনা, ধারণা এবং ইচ্ছাগুলোকে তাদের মতো করে গানে, নাচে, ছন্দে রাঙাতে সাহায্য করেন। ‘বাবল গাপিস’-এর ডাবিং পরিচালক শারমিন ডেইজি ও মো. সোহেল। শারমিন বললেন সিরিজটি নিয়ে, ‘মিউজিক্যাল কার্টুন সিরিজটিতে কাজ করে আমাদের টিমের সবাই খুব মজা পেয়েছি। একই সঙ্গে বিনোদন ও শিক্ষামূলক উপাদানের দারুণ মিশেলে নির্মিত কার্টুন সিরিজটি শিশুরা দারুণ উপভোগ করবে জানতাম। প্রথমদিন থেকেই যে এত ভালো সাড়া পাব বুঝিনি। শিশুদের জন্য নির্মিত হলেও এটা পরিণত বয়সের দর্শকেরও ভালো লাগবে। ’ ‘বাবল গাপিস’ দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে।