অনলাইন ডেস্ক :
‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং চলছে এফডিসিতে। সেই ছবির সেটেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সেখানেও তার পাত্র-পাত্রী রোশান ও শবনম বুবলী। ছবির নাম ‘বিট্রে’। সোমবারই (৩১ জানুয়ারি) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘চোখ’ ও ‘রিভেঞ্জ’ দিয়ে আলোচনায় আসা রোশান ও বুবলী জুটি। জানা গেছে, ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে অভিনয় করতে। থাকবে কিছু রোমান্টিক আমেজের গানও। এদিকে সোমবার (৩১ জানুয়ারি) এফডিসির প্রশাসনিক ভবনের সামনে ‘রিভেঞ্জ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও বুবলী। নানা ইস্যু নিয়ে উত্তাল এফডিসিতেও কর্মচাঞ্চল্য ধরে রেখেছিলেন তারা। প্রসঙ্গত, চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘টান’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে ২৭ জানুয়ারি। সেটি তেমন আলোচনায় আসেনি। এ ছাড়া তার ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়। অন্যদিকে রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা