January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:30 pm

‘নাকফুল’ সিনেমায় একসঙ্গে রোশান-পূজা

অনলাইন ডেস্ক :

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামে সিনেমা তৈরি হচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় দুই তারকা রোশান ও পূজা চেরি। গত বুধবার বিকেলে সিনেমাটির জন্য চুক্তিপত্রে সাক্ষর করেন নায়ক ও নায়িকা। সিনেমাটি প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নেবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শক নিরাশ হবেন না।’ রোশান বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’ ‘নাকফুল’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই। ফেরারী ফরহাদের গল্পে মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘নাকফুল’ সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অলক হাসান।