January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:36 pm

অতিরিক্ত মাদকে চলে গেলেন হলিউড অভিনেতা

অনলাইন ডেস্ক :

গত বছরের সেপ্টেম্বরে হলিউড অভিনেতা মাইকেল কে.উইলিয়ামকে তার নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আশপাশে মাদকের নমুনা পাওয়া যাওয়ায় ধারণা করা হয় অতিরিক্ত মাদক সেবনের ফলেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক ও পুয়ের্তো রিকোর পুলিশ। এই চারজন অভিনেতার কাছে মাদক বিক্রি করেছিলেন। যুক্তরাষ্ট্রে করোনাকালীন মাদক কেড়ে নিয়েছে লাখের বেশি প্রাণ। আমেরিকার অ্যাটর্নি ডামিয়ান ইউলিয়ামস এক বিবৃতিতে বলেন, ‘এটা পাবলিক হেলথ ক্রাইসিস। এটা বন্ধ করতে হবে।’ মাইকেল কে.উইলিয়ামের মৃত্যুর আগের দিনের সিসি টিভি ফুটেজে এই চারজনকে মাদক বিক্রি করতে দেখা যায়। ফুটপাতে দাঁড়িয়ে অভিনেতার কাছে মাদক বিক্রি করেছিলেন তারা। এইচ বি ও চ্যানেলের বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’ -এ ‘ওমর লিটল’ এর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। ছবি সমালোচকদের তরফেও জুটেছিল ভূয়সী প্রশংসা। এছাড়াও ‘ব্রডওয়াক এম্পায়ার’, ‘লাভক্রাফ্ট কান্ট্রি’-র মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল মাইকেলকে।