January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 4th, 2022, 11:31 am

বিশ্বে করোনা আক্রান্ত ৩৮ কোটি ৭৫ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৪৭১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ১০ হাজার ১৯১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৫৯ লাখ ৫৪ হাজার ১৬৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৬ হাজার ৪৯৬ জন।

বৃহস্পতিবার অফিসিয়াল মনিটরিং অ্যান্ড রেসপন্স সেন্টার জানিয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৫৫ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৬৪ জন। এবং মৃত্যু তিন লাখ ৩৩ হাজার ৩৫৭।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৭ জন।