অনলাইন ডেস্ক :
এলাকার নামকরা দু’জন ঘটক রমিজ ভাই ও শায়রা বানু। দু’জনই দারুণ দারুণ কথা বলে পাত্র-পাত্রী পক্ষকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দারুণ অভিজ্ঞ। স্বাভাবিক নিয়মেই তাদের ভেতর ঘটকালি ইস্যুতে ভালোই দ্বন্দ্ব তৈরি হয়। এমনই দুটি মজার ও সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত দুই টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশা। নাম ‘ঘটক’। সিএমভি’র প্রযোজনা ও সোহাইল রহমানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। নির্মাতা জানান, নাটকের গল্পের শুরুটা এমন হলেও মাঝপথে দু’জনেই বিপাকে পড়েন একটি বিয়েকে কেন্দ্র করে। কারণ, ঘটনাচক্রে ঐ বিয়ের দায়িত্ব বর্তায় দু’জনের কাঁধে। এরপর ঘটতে থাকে দুই ঘটককে ঘিরে বিস্ময়কর ও মজার সব ঘটনা। নির্মাতা জানান, চরিত্র দু’টিতে অসাধারণ অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ভক্তরা এভাবে আগে আর তাদেরকে দেখেনি। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘ঘটক’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!